করোনা আবহেই ফের অঙ্গদানের নজির গড়ল কলকাতা

Continues below advertisement
করোনা আবহে ফের কলকাতয় অঙ্গদান। রুবি হাসপাতালে মৃত্যু হয়েছে কসবার বাসিন্দা ২৮ বছরের কৌস্তব রায়ের। গত ৫ নভেম্বর সেরিব্রাল অ্যাটাকের পর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। মৃত্যুর পর পরিবার সিদ্ধান্ত নেয় অঙ্গ দানের। গ্রিন করিডর করে মৃতের হৃদযন্ত্র ও লিভার নিয়ে যাওয়া হবে এসএসকেম হাসপাতালে। ত্বকও দান করা হবে এসএসকেএম হাসপাতালে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram