International Young Chef Olympiad: অতিমারীর আবহে ৫০টিরও বেশি দেশের প্রতিযোগীদের নিয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল ইয়ং শেফ অলিম্পিয়াড

সাত বছর ধরে ইন্টারন্যাশনাল ইয়ং শেফ অলিম্পিয়াডের (International Young Chef Olympiad) আয়োজন করে আসছে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট (International Institute of Hotel Management)। কোভিড কালে এবার কিছু পরিবর্তন আনা হয়েছিল এই রন্ধন প্রতিযোগিতায়। এবারের গোটা প্রতিযোগিতা হল ভার্চুয়ালি। অংশ নিয়েছিল ৫০টিরও বেশি দেশ। সংস্থার দাবি, এটি বিশ্বের সব থেকে বড় রন্ধন প্রতিযোগিতা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola