শেষমেশ দেড় ঘণ্টা বিক্ষোভে আটকে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়লেন রাজ্যপাল, আচার্যকে ছাড়াই হল সমাবর্তন

Continues below advertisement
টানা দেড় ঘণ্টা বিক্ষোভ। যার জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়লেন রাজ্যপাল। আচার্য ক্যাম্পাস থেকে ফিরতেই শুরু হল সমাবর্তন।
আজ সকাল সাড়ে দশটা নাগাদ যাদবপুরে যান জগদীপ ধনকড়। সেইসময় তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল প্রভাবিত শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা। কর্তৃপক্ষের তরফে বারবার আবেদন করা হলেও তাঁরা সাফ জানিয়ে দেন, রাজ্যপালকে তাঁরা ঢুকতে দেবেন না। ব্যাজ পরে, প্লাকার্ড হাতে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানান পড়ুয়ারাও। কয়েকজন ডিগ্রি প্রাপক জানিয়ে দেন, তাঁরা আচার্যের হাত থেকে ডিগ্রি নেবেন না। ঘেরাও থাকা অবস্থাতেই গাড়িতে বসে একের পর এক ট্যুইট করেন রাজ্যপাল। কিছুক্ষণ পর উপাচার্যকে ফোন করে ক্ষোভ উগরে দেন তিনি। প্রায় দেড় ঘণ্টা ধরে টানাপোড়েন চলার পর বিশ্ববিদ্যালয় ছাড়েন জগদীপ ধনকড়। এর কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় সমাবর্তন। পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram