Junior Mridha Murder Update: 'জুনিয়র-খুনের দিন গাড়িতে কারও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় প্রিয়ঙ্কার', জেরায় জানালেন প্রিয়ঙ্কার গাড়ির এক চালক, দাবি CBI এর

Continues below advertisement
জুনিয়র মৃধা (Junior Mridha) খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে বলে সিবিআই (CBI) সূত্রে দাবি। ধৃত প্রিয়ঙ্কা চৌধুরীর (Priyanka Chowdury) গাড়ির এক চালককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছেন, ঘটনার দিন একটা পার্টিতে যাচ্ছিলেন প্রিয়ঙ্কা ও তাঁর স্বামী। গাড়িতে ঘন ঘন প্রিয়ঙ্কার কাছে ফোন আসে। কারও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় প্রিয়ঙ্কার। কার সঙ্গে সেদিন প্রিয়ঙ্কার ফোনে কথা হয় তা জানার চেষ্টা করছে সিবিআই। এ নিয়ে প্রিয়ঙ্কার বয়ান অসঙ্গতিপূর্ণ বলে সিবিআই সূত্রে দাবি। তদন্তে সিবিআই জেনেছে, ঘটনার দিন রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সল্টলেকে পিএনবির কাছে জুনিয়র মৃধাকে মোটরবাইকে যেতে দেখা গিয়েছিল। একাধিক সিসিটিভি ফুটেজে তা ধরা পড়েছে। তবে তাঁকে ফিরতে দেখা যায়নি। সিবিআই সূত্রে খবর, এই বিষয়ে সিআইডি-র সঙ্গে কথা বলবে তারা। প্রয়োজনে বিধাননগর ট্রাফিক বিভাগের সঙ্গেও কথা বলা হবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram