ব্রড স্ট্রিটে বৃদ্ধ খুনের কিনারা: লুঠে বাধা পেয়েই খুন, দাবি পুলিশের, গ্রেফতার মূল অভিযুক্ত
Continues below advertisement
কড়েয়া থানা এলাকার ব্রড স্ট্রিটে বৃদ্ধ খুনের কিনারা। লুঠে বাধা পেয়েই খুন বলে পুলিশের দাবি। মোবাইল ফোনের সূত্র ধরে দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। ২০১৯-এর ৫ জুন খুন হন ব্রড স্ট্রিটের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বিশ্বজিৎ বসু। খোয়া যায় একটি মোবাইল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই দিন লুঠের উদ্দেশ্যে বৃদ্ধের বাড়িতে হানা দেয় দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মুর্শিদ শেখ। বাধা পেয়ে খুন করে বৃদ্ধকে। খুনের পর মোবাইল নিয়ে পালায় ওই দুষ্কৃতী। সেই চোরাই মোবাইল বিক্রির সূত্র ধরেই ৬ মাস পর খুনের কিনারা করল পুলিশ। সূত্রের খবর, মোবাইলটি চালু হতেই এক ফেরিওয়ালার সন্ধান পায় পুলিশ। জানা যায়, ৬ জন ফেরিওয়ালার হাতে ঘুরেছে মোবাইলটি। ওই ৬ ফেরিওয়ালাকেই লালবাজারে ডেকে জিজ্ঞসাবাদ করা হয়। সেই সূত্র ধরেই মূল অভিযুক্ত মুর্শিদ শেখকে গতকাল গ্রেফতার করে পুলিশ।
Continues below advertisement