K.D.Singh Arrested: অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় গ্রেফতার কে ডি সিংহ, আজই তোলা হতে পারে আদালতে
Continues below advertisement
কে ডি সিংহ (K D Singh) গ্রেফতার। গ্রেফতার করল ইডি (ED)। বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার হলেন কে ডি সিংহ। তাঁকে আজকেই আদালতে তোলার সম্ভাবনা। ইডি-র দাবি, অ্যালকেমিস্টের নামে কোটি কোটি টাকা বাজার থেকে তুলে বিদেশে পাচার করে দেওয়া হয়। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ও আজ ইডি-র সদর দফতরে ডাকা হয় তৃণমূলের প্রাক্তন সাংসদ কে ডি সিংহকে। ইডি-র দাবি, তদন্তে সহযোগিতা না করায়, শেষপর্যন্ত তাঁকে হেফাজতে নেয় ইডি। ইডি আধিকারিকরা জানাচ্ছেন, একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রয়েছে একাধিক মামলাও। Alchemist চিটফাণ্ডের একটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তোলার মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
Continues below advertisement
Tags :
K.D.Singh Arrested K.D.Singh Alchemist Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News ED Abp Ananda Delhi