সল্টলেকের এ জে ব্লকে হয়ে গেল কিডস ফুড ফেস্টিভ্যাল, ছোটদের রান্নার স্বাদে মুগ্ধ সবাই
Continues below advertisement
ফুচকা থেকে মোমো, স্যান্ডউইচ থেকে দইবড়া, সল্টলেক এ জে ব্লক অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় কমিউনিটি হলে হয়ে গেল কিডস ফুড ফেস্টিভ্যাল। উৎসবের উদ্যোগ বড়দের হলেও খাবারগুলি তৈরি করেছে এজে ব্লকের বাসিন্দা শিশু-কিশোররা। খেলনাবাটির রান্না নয়, একেবারে আসল রান্না। প্রথম বছরেই ব্যাপক সাড়া। ছোটদের হাতে রান্নার স্বাদ চেখে দেখার জন্য দিনভর স্টলে স্টলে ছিল ভিড়। ছোট হাতের বড় জাদুতে মুগ্ধ সবাই।
Continues below advertisement