করোনায় মৃতদের চিতাভস্ম পরিবারকে দিতে উদ্যোগ কলকাতা পুরসভার
Continues below advertisement
করোনায় মৃতদের চিতাভস্ম পরিবারকে দিতে উদ্যোগ। শ্মশানে সাব রেজিস্ট্রারের ঘরেই মিলবে চিতাভস্ম। আবেদন করলে চিতাভস্ম পাবে মৃতের পরিবার। এমনই সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। স্যানিটাইজ করে চিতাভস্ম রেখে দেবে পুরসভা। চিতাভস্ম পেতে লাগবে না কোনও টাকা।
Continues below advertisement