নিউটাউনের হোটেল থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন, উধাও পুরুষ সঙ্গী
Continues below advertisement
নিউটাউনের একটি হোটেল থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে বছর তেইশের ওই মহিলাকে। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না মহিলার পুরুষ সঙ্গীর। পুলিশ সূত্রে খবর, হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৪টে নাগাদ বেরিয়ে যায় ওই যুবক। ওই ফুটেজের সূত্র ধরেই যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, গতকাল দুপুরে চুমকি ও অমিত ঘোষের নামে ঘরটি বুকিং করা হয়। হোটেলের রেজিস্টারে মেদিনীপুরের ঠিকানা দেওয়া ছিল। সন্ধে ৭টা নাগাদ ঘর ছেড়ে দেওয়ার কথা থাকলেও, সাড়া না মেলায় রাত ১০টা নাগাদ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলেন হোটেল কর্মীরা। দেখা যায়, ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মহিলা। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘর থেকে মিলেছে মদের বোতল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথায় বোতল দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ওই মহিলাকে।
হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, গতকাল দুপুরে চুমকি ও অমিত ঘোষের নামে ঘরটি বুকিং করা হয়। হোটেলের রেজিস্টারে মেদিনীপুরের ঠিকানা দেওয়া ছিল। সন্ধে ৭টা নাগাদ ঘর ছেড়ে দেওয়ার কথা থাকলেও, সাড়া না মেলায় রাত ১০টা নাগাদ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলেন হোটেল কর্মীরা। দেখা যায়, ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মহিলা। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘর থেকে মিলেছে মদের বোতল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথায় বোতল দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ওই মহিলাকে।
Continues below advertisement
Tags :
Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Newtown Dead Body Hotel Abp Ananda Kolkata Murder