Calcutta Medical College: প্রশিক্ষিত কর্মীর অভাবে করোনা কালে দু’ মাস ধরে পড়ে জীবনদায়ী ECMO মেশিন!
Continues below advertisement
যন্ত্র আছে, তবে নেই যন্ত্রী। শুধুমাত্র এই জন্যই এক-আধদিন নয়, দু'মাস ধরে পড়ে রয়েছে জীবনদায়ী একমো মেশিন। অব্যবস্থার এই ছবি রাজ্যের প্রথম সারির সরকারি কোভিড হাসপাতাল কলকাতা মেডিক্যাল কলেজে। কী কাজে ব্যবহার হয় এই একমো মেশিন? ফুসফুসের কার্যক্ষমতা কমে গেলে কৃত্রিম ফুসফুসের সাহায্যে রোগীকে সুস্থ করে তোলার প্রক্রিয়ার নাম একমো। অক্সিজেনহীন রক্তকে দেহ থেকে বের করে ঢোকানো হয় কৃত্রিম ফুসফুসে তা ঢোকানো হয়। এরকম যন্ত্র কেনা হলেও তা চালানোর মতো যন্ত্রীই নেই মেডিক্যালে। তাই ধুলো জমছে কোটি টাকারও বেশি দামি এই অত্যাধুনিক মেশিনে।
Continues below advertisement
Tags :
ECMO Machine Covid Hospital Calcutta Medical College And Hospital Khobor Bangla Live News Bangla Khabar Bangla News Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda Kolkata