কামালগাজি মোড়ে রাস্তার একটা অংশ কার্যত নেই, গর্তে জমে জল, চলছে ঝুঁকির যাতায়াত
Continues below advertisement
EM বাইপাসের গড়িয়া মেন রোডের সংযোগস্থলে কামালগাজি মোড়। খানাখন্দে ভরা রাস্তাতেই চলে ঝুঁকির যাতায়াত। খারাপ রাস্তায় ধীর গতিতে যান চলাচল করায় অফিস টাইমে যানজট। স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন করা সত্বেও কোনও লাভ হয়নি। ইএম বাইপাসের গড়িয়া মেন রোডে রাস্তার নামে মরণফাঁদ। রাস্তার বেশিরভাগ জায়গাতে রয়েছে গর্ত। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে খুব দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু হবে। পুজোর আগে বিভিন্ন রাস্তা ঠিক করা হলেও সময়ের সঙ্গে উঠে যাচ্ছে সেই প্যাচওয়ার্ক।
Continues below advertisement
Tags :
Kamalgazi Road Em Bypass Road Construction Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Accidents Abp Ananda Kolkata