বেসরকারি হাসপাতালে ভর্তির টাকা নিয়ে টালবাহানার অভিযোগ! দেড়ঘণ্টা পর অ্যাম্বুল্যান্সেই মৃত্যু করোনা আক্রান্ত রোগিণীর
Continues below advertisement
করোনা রোগীর মৃত্যুতে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে টাকার জন্য ভর্তি নিয়ে টালবাহানার অভিযোগ। দেড়ঘণ্টা পর অ্যাম্বুল্যান্সেই মৃত্যু রোগিণীর, দাবি পরিবারের। বছর ষাটের ওই মহিলা পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, সম্প্রতি স্বামীর অসুস্থতার জন্য কলকাতায় আসেন ওই মহিলা। শনিবার মৃত্যু হয় স্বামীর। পরিবারের দাবি, এরপরই অসুস্থ হয়ে পার্ক সার্কাসের একটি নার্সিংহোমে ভর্তি হন ওই রোগী। গতকাল রিপোর্ট পজিটিভ আসে। করোনা পরীক্ষার পরিকাঠমো না থাকায়, রোগীকে রাত ৯টা নাগাদ অ্যাম্বুল্যান্সে করে ডিসান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তির আগে জমা দিতে হবে ৩ লক্ষ টাকা। ২ লক্ষ ৮০ হাজার টাকা জমা দেয় রোগীর পরিবার। টাকার জন্য ভর্তি নিয়ে টালবাহানার মধ্যেই অ্যাম্বুল্যান্সের মধ্যে করোনা রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ।
Continues below advertisement
Tags :
Woman Died ABP News Live Bengali Private Nursing Home Patient Died ABP Ananda LIVE Corona Abp Ananda Kolkata