'Baishali Dalmiya-র যদি ক্ষমতা থাকে বালিতে তিনি BJP-র হয়ে লড়ে দেখান', বৈশালীকে বহিষ্কারের পরেই চ্যালেঞ্জ Kunal Ghosh-এর

বৈশালী ডালমিয়াকে (Baishali Dalmiya) বহিষ্কার করল তৃণমূল। কয়েকদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। আজও রাজীব বন্দ্য়োপাধ্যায়ের (Rajib Banerjee) পদত্যাগের পর তিনি নাম না করে হাওড়া (সদর), তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায়কে (Arup Roy) নাম না করে আক্রমণ করেন। এই বিষয় তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "এটি একটি সাংগঠনিক সিদ্ধান্ত। তিনি যা করছিলেন সেটা দলের শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতদিন তাঁর প্রতি আস্থা রাখা হয়েছিল। তিনি দলের বিধায়ক ছিলেন। ভোটের মুখে এসে তিনি প্রকাশ্যে যেভাবে বিবৃতি দিচ্ছেন সেটা দলের কর্মীরা ও সমর্থকরা কেউই পছন্দ করছেন না। দলের পক্ষেও এটা ঠিক নয়। সেই জায়গায় দাঁড়িয়ে দল এই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। বৈশালী ডালমিয়া কোনও পুরনো দিনের কর্মী নন। তিনি কোনও গণ আন্দোলনের নেত্রী নন। তাঁর বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েই মমতা বন্দ্য়োপাধ্যায় তাঁকে সেই সুযোগটি দিয়েছিলেন। তিনি যদি উইপোকা, ঘুনপোকা, ছাড়পোকা ধরতে আরম্ভ করেন তাহলে তাঁর রাজনীতিক অ, আ, ক, খ নিয়ে প্রশ্ন উঠবে। তাঁর সমস্যা থাকলে আগেও বলতে পারতেন। বৈশালীর যদি ক্ষমতা থাকে বালিতে তিনি বিজেপির (BJP) হয়ে লড়ে দেখান।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola