বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুতে রণক্ষেত্র মানিকতলা, রাস্তা অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কাউন্সিলরের বাড়িতে হামলা স্থানীয়দের

Continues below advertisement
মানিকতলা থানা এলাকার পুকুরমাঠ এলকায় বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু।  পরিবারের দাবি, ৪৭ বছরের পুষ্প বর্মা গতকাল রাতে শৌচালয়ে গিয়ে বিদ্যুত্‍স্পৃষ্ট হন।  অভিযোগ, শৌচালয় সংলগ্ন লাইটপোস্টের কোনও ছেঁড়া তারের সংস্পর্শে আসায় বিদ্যুত্‍স্পৃষ্ট হন পুষ্প। তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।  শৌচালয় সংলগ্ন ওই লাইটপোস্টটি পুরসভার বলে স্থানীয় সূত্রে দাবি।  স্থানীয়দের অভিযোগ, এক মাস আগে লাইটপোস্ট থেকে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে আরও একজনের মৃত্যু হয়েছিল। ওই এলাকা কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর অমল চক্রবর্তীর দাবি, এর আগে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যুর  ঘটনার পর সিইএসসি-কে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।  সিইএসসি-র দাবি, আগের ঘটনার পর লাইটপোস্টের বিপজ্জনক তার সরিয়ে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে কী ঘটেছে তা খতিয়ে দেখতে হবে।  মহিলার মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মানিকতলা।  রাস্তা অবরোধ করে স্থানীয়রা। অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি হয়। স্থানীয় কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি। গণ্ডগোলের পর ৫ জন গ্রেফতার। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram