Majerhat Bridge: দীর্ঘ জটিলতা কাটিয়ে উদ্বোধনের মুখে মাঝেরহাট ব্রিজ, দেখে নিন মাঝের গোটা পর্ব
Continues below advertisement
নতুন করে তৈরি Majerhat Bridge উদ্বোধন হবে আগামী ৩ ডিসেম্বর। এমনটাই খবর নবান্ন সূত্রে। ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। তবে এই উদ্বোধন নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি BJP। পাল্টা জবাব দিয়েছে Trinamool Congress-ও।
ব্রিজ চালু হতে দেরির দায় কার? তা নিয়ে রেল ও রাজ্যের মধ্যে চাপানউতোর। দেরির জন্য রেলের ঘাড়ে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে বিজ্ঞপ্তি দিয়ে দেরির কথা অস্বীকার রেলের।
ব্রিজ চালুতে দেরি নিয়ে গত বৃহস্পতিবার বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে বেঁধেছিল ধুন্ধুমার। পাল্টা সেদিন ও গত সন্ধেয় দুটি মিছিল করে তৃণমূল। বিজেপি-র বিক্ষোভ কর্মসূচিতে নাটক বলে কটাক্ষ করে তারা। আবার মুখ্যমন্ত্রীর ব্রিজ উদ্বোধন নিয়ে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
ব্রিজ ভাঙার প্রায় বছর দুই বাদে তা ফের চালু হতে চলায় অবশ্য স্বস্তিতে সাধারণ মানুষ
ব্রিজ চালু হতে দেরির দায় কার? তা নিয়ে রেল ও রাজ্যের মধ্যে চাপানউতোর। দেরির জন্য রেলের ঘাড়ে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে বিজ্ঞপ্তি দিয়ে দেরির কথা অস্বীকার রেলের।
ব্রিজ চালুতে দেরি নিয়ে গত বৃহস্পতিবার বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে বেঁধেছিল ধুন্ধুমার। পাল্টা সেদিন ও গত সন্ধেয় দুটি মিছিল করে তৃণমূল। বিজেপি-র বিক্ষোভ কর্মসূচিতে নাটক বলে কটাক্ষ করে তারা। আবার মুখ্যমন্ত্রীর ব্রিজ উদ্বোধন নিয়ে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
ব্রিজ ভাঙার প্রায় বছর দুই বাদে তা ফের চালু হতে চলায় অবশ্য স্বস্তিতে সাধারণ মানুষ
Continues below advertisement
Tags :
Majerhat Bridge Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Digital ABP Ananda LIVE ABP Ananda Bengali News Trinamool Congress Abp Ananda BJP TMC Mamata Banerjee