Majherhat Bridge: চালু হওয়ার পরদিন থেকেই মাঝেরহাট ব্রিজে চেনা ব্যস্ততা
Continues below advertisement
২ বছর ৩ মাস কাজ চলার পর গতকাল উদ্বোধন হয় মাঝেরহাট ব্রিজ। গতকাল রাত ১২টা ১৫ থেকে ব্রিজ চালু হয়। আজ সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। বাস, ট্যাক্সি চলায় বাধা না থাকলেও, ভারী পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। চলছে পুলিশের তরফে নজরদারীও।
সকাল থেকেই ব্যস্ততার চেনা ছবিটা ফিরে এসেছে মাঝেরহাট ব্রিজে। সেতু তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩১১ কোটি টাকা। আগে এই ব্রিজের বহন ক্ষমতা ছিল ১৫০ টন, নতুন ব্রিজের বহন ক্ষমতা বেড়ে হয়েছে ৩৮৬ মেট্রিক টন। অত্যাধুনিক মাঝেরহাট ব্রিজের দৈর্ঘ্য ৬৫০ মিটার। এই ব্রিজের ঝুলন্ত অংশ ২২৭ মিটার। রয়েছে ৪টি লেন। এই টাকা পুরোটাই রাজ্য সরকারের, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Continues below advertisement
Tags :
Jai Hind Bridge New Bridge Majherhat Bridge Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda Kolkata Mamata Banerjee