Morning Headlines: আজ নরেন্দ্র মোদির নেতৃত্বে সর্বদল বৈঠক, অনলাইন ক্লাসের জন্য HS, মাদ্রাসার সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

অনলাইন ক্লাসের জন্য হায়ার সেকেন্ডারি, মাদ্রাসার সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেবে সরকার। অষ্টম শ্রেণির জন্য স্কুল প্রতি কম্পিউটার। ভোট ট্যাপিংয়ের চেষ্টা, কটাক্ষ বিরোধীদের।
জানুয়ারিতে আরও ৩ শতাংশ DA পাচ্ছেন সরকারি কর্মীরা। নবান্নে তৃণমূল সমর্থিত সংগঠনের সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। ভেট দিয়ে ভোট লুঠের চেষ্টা, কটাক্ষ বিরোধীদের।
রাজ্যে করোনায় RTPCR টেস্টে আরও কমল খরচ। ১২৫০ টাকার বদলে নেওয়া হবে এবার সর্বোচ্চ ৯৫০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এতদিন কেন মনে হয়নি? প্রশ্ন বিরোধীদের।
Corona আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম কোনও মেডিক্যালের অধ্যক্ষার মৃত্যু। মেডিক্যালে ভর্তির ৩ দিনের মধ্যে সাগর দত্ত মেডিক্যালের অধ্যক্ষার মৃত্যু। একদিনে আরও দুই চিকিৎসকের মৃত্যু।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ২৪৬। ৪৯ জনের মৃত্যু। আজ মোদির ডাকে সর্বদল বৈঠক। Suvendu Adhikari-র সঙ্গে আর কথা নয়, WhatsApp জবাব দিয়ে বোঝালেন Saugata Roy।
TMC-র সঙ্গে সংঘাতের মধ্যেই শক্তি প্রদর্শন শুভেন্দুর। তমলুক, গড়বেতায় সভা, হলদিয়ায় অনুগামীদের মিছিল। আড়াই বছরের প্রতীক্ষার অবসান। চালু হল মাঝেরহাট ব্রিজ। কেন টাকা নিয়েছে রেল. পোর্ট ট্রাস্ট? আক্রমণে মুখ্যমন্ত্রী।
কৃষকদের দাবি নিয়ে কেন্দ্রের ম্যারাথন বৈঠক। এখনও অধরা জট। আগামীকাল ফের হবে বৈঠক।
করোনা আবহে শিল্পের খোঁজে রাজ্যে শুরু ইনফোকোম। রাজ্যে উইপ্রোর আরও লগ্নি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram