মুখ্যমন্ত্রী- বৈশাখী বৈঠক; বিজেপির সঙ্গে সম্পর্ক কি ছিন্ন? পুরভোটের মুখে নতুন সমীকরণ? এবিপি আনন্দে এক্সক্লুসিভ বৈশাখী
Continues below advertisement
কলকাতার পুরভোটে বিজেপির মুখ শোভন চট্টোপাধ্যায়। এই জল্পনার মধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে কী পুরভোটের মুখে নতুন সমীকরণের ইঙ্গিত শোভন-বৈশাখীর? কী বলছেন বৈশাখী?
তিনি বলেন, ‘অনেক আগেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন। ক্লোজড চ্যাপ্টার নতুন করে ওপেন করার প্রশ্ন নেই। আশা করি মুখ্যমন্ত্রী দ্রুত সব সমস্যার সমাধান করবেন। শোভনের কেন্দ্রের দায়িত্ব রত্নাকে দেওয়ায় অনুগামীরা রুষ্ট। ব্যথা পেয়েছেন শোভনও। রত্না সম্পর্কে শোভনের অবস্থান জানেন তৃণমূল নেত্রী। সমস্যা সমাধান না হলে সক্রিয় শোভনকে দেখা যাবে না। খুব শীঘ্রই হয়তো সক্রিয় শোভনকে দেখা যাবে। কোন দলের হয়ে সক্রিয় হবেন, তা সময় বলবে।’
Continues below advertisement
Tags :
Ratna Chatterjee Municipal Poll Baisakhi Banerjee Sovan Chatterjee Chief Minister Partha Chatterjee Abp Ananda Nabanna BJP TMC Mamata Banerjee