নোভেল করোনায় মৃত্যু হয়নি মুর্শিদাবাদের যুবকের, জানালো নাইসেড
Continues below advertisement
নোভেল করোনা সংক্রমণে মৃত্যু হয়নি মুর্শিদাবাদের বাসিন্দা যুবকের। বেলেঘাটা নাইসেডে নমুনা পরীক্ষায় ধরা পড়ল এই তথ্য। সম্প্রতি সৌদি আরব থেকে ফিরেছিলেন ৩৩ বছরের জিনারুল হক। সংক্রমিত দেশ থেকে ফিরে অসুস্থ হয়ে পড়ায় করোনা-আক্রান্ত সন্দেহে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। রিপোর্ট না আসা পর্যন্ত পরিবারের ১৪ জন সদস্যকে নবগ্রামের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। এবার তাঁদের ছেড়ে দেওয়া হবে।
Continues below advertisement
Tags :
NICED Report Coronavirus In India Latest News Beleghata ID Coronavirus In India Coronavirus Symptoms Murshidabad Abp Ananda Coronavirus