শারদ আনন্দ ২০২০: ভার্চুয়াল মাধ্যমে সল্টলেকের ইজেডসিসির পুজো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Continues below advertisement
করোনা আবহে পুজোর আমেজ শহর জুড়ে । সল্টলেকের ইজেডসিসিতে গেরুয়া শিবিরের দুর্গাপুজোর উদ্বোধন হল আজ । ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবার পুজোর সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে রাজ্য বিজেপির মহিলা মোর্চা এবং সাংস্কৃতিক সেল । অনুষ্ঠানের সূচনায় নৃত্য পরিবেশনা করলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও সহ-শিল্পীরা । ছিল বাবুল সুপ্রিয়র কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত । এরপর প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে পুজোর উদ্বোধন হয় ।
Continues below advertisement
Tags :
Salt Lake Durgapuja Salt Lake EZCC Kolkata Durgapuja Durga Puja Of BJP BJP Durga Puja Narendra Modi Inaugurates Durga Puja