নয়াবাদের আক্রান্তের চিকিৎসায় প্রয়োগ অ্যান্টি-এইচআইভি অ্যান্টি-ভাইরাল ও হাইড্রোক্সিক্লোরোকুইন
Continues below advertisement
রাজ্যে আরও এক করোনা আক্রান্তের হদিশ। ৬৬ বছরের ওই প্রৌঢ় নয়াবাদের বাসিন্দা। ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে তিনি এগরায় যান। সেখানে ১৪ মার্চ তাঁর জ্বর আসে। পরদিন তাঁর টাইফয়েড পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর শুরু হয় শ্বাসকষ্ট। দেরি না করে তাঁকে এগরা থেকে নিয়ে আসা হয় কলকাতায়। গতকাল তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি ভর্তি আছেন পিয়ারলেস হাসপাতালে। তাঁকে আইসিসিইউ-তে রাখা হয়েছে। আক্রান্তকে দেওয়া হচ্ছে এইচআইভি চিকিত্সার ওষুধ। দেওয়া হচ্ছে অ্যান্টি ভাইরাল ওষুধ ও হাইড্রোক্সিক্লোরোকুইন। তাঁর পরিবারের সদস্যদের রাখা হয়েছে হোম আইসোলেশনে। ওই ব্যক্তির বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই প্রৌঢ় কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের এগরায় এক বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে বিদেশ ফেরত কয়েকজনের সংস্পর্শে আসেন তিনি। প্রাথমিক অনুমান, বিদেশ ফেরত ওই ব্যক্তিদের কারও থেকেই সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে। ওই বিয়েবাড়িতে বিদেশ ফেরত কারা এসেছিলেন, সে বিষয়ে খোঁজ নিচ্ছে প্রশাসন।
Continues below advertisement
Tags :
Health Department Abp Ananda Isolatrion Ward HIV Medicine Egara Typhoid Breathing Trouble Coronavirus In West Bengal HCQ Peerless Hospital Hydroxychloroquine Fever Coronavirus Covid-19