Netaji's 125th Birth Anniversary: আজও এক দুঃসাহসিক অভিযানের সাক্ষ্য বহন করছে বিএলএ ৭১৬৯

Continues below advertisement
১৯৪১ সালের ১৬ জানুয়ারি, ব্রিটিশদের নজর এড়িয়ে এলগিন রোডের বাড়ি থেকে ওয়ান্ডারার গাড়ি চড়ে বেড়িয়েছিলেন সুভাষচন্দ্র বসু। নেতাজির অন্তর্ধানের সঙ্গী বিএলএ ৭১৬৯ নাম্বার প্লেটের এই গাড়ি এখনও রাখা আছে নেতাজি ভবনে। ১৯৩৭ সালে সুভাষচন্দ্র বসুর দাদা শরৎ বসু এই গাড়িটি কিনেছিলেন। দাম পড়েছিল ৪ হাজার ৬৮০ টাকা। গাড়িটি রেজিস্ট্রি করেছিলেন তাঁর পুত্র শিশিরকুমার বসুর নামে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram