Netaji's Birth Anniversary: নেতাজি রিসার্চ ব্যুরো আজ মরণোত্তর সম্মান দেবে নেতাজির সহযোদ্ধা আবিদ হাসানকে

Continues below advertisement
সামনেই রাজ্যে বিধানসভা ভোট। বাঙালির অন্যতম আইকন নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Subhas Chandra Bose) ১২৫তম জন্মদিবস পালনে তৎপর কেন্দ্র ও রাজ্য। উদযাপনের সাক্ষী হতে শনিবারই শহরে আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ওইদিনই শ্যামবাজার থেকে ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। নেতাজির বাড়ি কীভাবে উদযাপন করবে ঘরের ছেলের জন্মদিন? তা দেখতেই নেতাজি ভবনে এবিপি আনন্দ। নেতাজির জন্মদিনে নেতাজি রিসার্চ ব্যুরোর তরফে মরণোত্তর সম্মান দেওয়া হবে আবিদ হাসানকে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram