Morning Headlines: নেতাজি-জয়ন্তী পালনে আজ রাজ্যে আসছেন Narendra Modi, পদযাত্রা করবেন Mamata Banerjee ও অন্য খবর

Continues below advertisement
বিজেপিতে (BJP) যোগদানের জল্পনা বাড়িয়ে এবার মন্ত্রীসভা থেকে ইস্তফা রাজীবের (Rajib Banerjee) । রাজভবন থেকে বেরিয়ে ভেঙে পড়লেন কান্নায়।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দফতরে ইস্তফা দিয়েই রাজভবনে রাজীব। রাজ্যপালের সঙ্গে এক ঘণ্টার বৈঠক। মুখ্যমন্ত্রীর সুপারিশে বনমন্ত্রীর ইস্তফা গ্রহণ, ট্যুইট ধনকড়ের। রাজ্যপালকেও কেন পদত্যাগের প্রতিলিপি? পদ্ধতিগত ত্রুটি দেখিয়ে রাজীবের ইস্তফা গ্রহণ করল না সরকার। মন্ত্রীসভার থেকে অপসারণ। বন দফতর থাকল মুখ্যমন্ত্রীর হাতে। কৃতজ্ঞতা জানিয়েও মমতার বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ রাজীবের। চাই না ভালো লোক চলে যাক, ভিন্নসুর সুব্রতর (Subrata Mukherjee)। আত্মসম্মান আছে তাই তৃণমূল ত্যাগ, পাল্টা কৈলাস। হাওড়ায় একের পর এক ইস্তফা। বিকল্প পথের ইঙ্গিত রথীনের। হাওড়ায় কাজ করা অসম্ভব, সময় আসছে, জল্পনা বাড়ালেন রুদ্রনীলও (Rudranil Ghosh)। কোনও ক্ষতি হবে না, দাবি অরূপের। দলের বিরুদ্ধে পরপর বিস্ফোরণ। রাজীবের ইস্তফার দিনই তৃণমূল থেকে বহিষ্কৃত বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)। দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বৈশালী। বিজেপিতে যাওয়ার ইঙ্গিত। ভাবমূর্তি নষ্টের চেষ্টার দাবি অরূপের। অন্য দল ভাঙিয়ে এবার শেষ তৃণমূল, খোঁচা দিলীপের (Dilip Ghosh)। রাজীব মন্ত্রিত্ব ছাড়ার পরই বিজেপিতে স্বাগত জানালেন দিলীপ। ভাড়া করা নেতা নিয়ে লড়াই, পাল্টা পার্থ (Partha Chatterjee)। ভোটের কাজে ব্যবহার করা যাবে না গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার, জানিয়ে দিল কমিশন (Election Commission)। হিংসা মোকাবিলায় কড়া বার্তা। নিরাপত্তায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আশ্বাস। জানুয়ারির শেষেই ঘোষণা হতে পারে বিধানসভা ভোটের নির্ঘণ্ট। অপরাধ দমন নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তোষ। আগে আবেদনের ভিত্তিতে রাজনৈতিক সভায় অনুমতি। ভোটের আগে নেতাজির (Netaji) জন্ম-জয়ন্তী নিয়ে তৎপরতা। আজ আসছেন প্রধানমন্ত্রী, পদযাত্রা মুখ্যমন্ত্রীর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram