করোনা: মত্ত গাড়িচালকদের রুখতে নয়া পন্থা লালবাজারের
Continues below advertisement
মত্ত গাড়িচালকদের রুখতে পুলিশের হাতিয়ার ব্রেথ অ্যানালাইজার। কিন্তু, করোনা-সংক্রমণের দোহাই দিয়ে সেই যন্ত্রে ফুঁ দিতে এখন অনীহা অনেকের! এই পরিস্থিতিতে এবার নতুন পন্থা নিল কলকাতা পুলিশ। লালবাজারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, যদি কাউকে দেখে সন্দেহ হয় যে, তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন তাহলে তাঁকে হয় একবার ব্যবহারযোগ্য ব্রেথ অ্যানালাইজারে পরীক্ষা দিতে হবে অথবা রক্ত পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হবে। অন্যদিকে, করোনা সতর্কতায় সমস্ত থানার ওসি, ডেপুটি কমিশনার ও উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের উদ্দেশে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। সেখানে বলা হয়েছে, করোনা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। অন্যান্য পুলিশকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদেরও সচেতন করতে হবে। করোনা নিয়ে জনসচেতনতায় ‘প্রণাম’, ‘তেজস্বিনী’র মতো কর্মসূচির মাধ্যমেও প্রচার চালানো যেতে পারে।
পাশাপাশি, করোনা মোকাবিলায় কী কী করণীয়, এবং কী করণীয় নয়, সে ব্যাপারে রাজ্য সরকারের সচেতনতামূলক দুটি পোস্টারের কথাও উল্লেখ করেন কলকাতার পুলিশ কমিশনার।
পাশাপাশি, করোনা মোকাবিলায় কী কী করণীয়, এবং কী করণীয় নয়, সে ব্যাপারে রাজ্য সরকারের সচেতনতামূলক দুটি পোস্টারের কথাও উল্লেখ করেন কলকাতার পুলিশ কমিশনার।
Continues below advertisement