'সদ্যোজাতের মৃত্যুর পর লাগাতার হুমকি পরিবারের ', নিরাপত্তা জোরদারের দাবিতে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভে নার্সরা

Continues below advertisement
কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে হবে। এই দাবিতে বিক্ষোভ নার্সদের। সমস্যার সমাধান না হলে আন্দোলনের নামবেন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনা করছে কীভাবে নিরাপত্তা বাড়ানো যায়, দাবি অতিরিক্ত পুলিশ সুপারের। গত ২২ সেপ্টেম্বর, এক সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, কিছু লোকজন হাসপাতালের এক তলা থেকে পাঁচ তলা পর্যন্ত দাপিয়ে বেড়ায়। নার্স, নিরাপত্তারক্ষী-সহ অনেককে মারধর করা হয়। নিগৃহীত হন চিকিৎসকরাও। ঘটনায় গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। সেই ঘটনার ৫ দিন পার...এখনও সদ্যোজাতের পরিবারের তরফে মিলছে হুমকি। এখনও ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার অভিযোগ নার্সদের। গোটা হাসপাতালে নিরাপত্তার কাছে নিযুক্ত ৩ টি শিফটে মোট ২২জন বেসরকারি নিরাপত্তারক্ষী ও একটি পুলিশ ক্যাম্প, সেখানে সিভিক পুলিশ ও পুলিশ কর্মী মিলিয়ে মাত্র ৯ জন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram