কলকাতায় ফের অঙ্গদান, চলছে কিডনি, লিভার ও হদপিণ্ড প্রতিস্থাপন

কলকাতায় ফের অঙ্গদানের নজির। এসএসকেএমে অঙ্গদান পূর্ব মেদিনীপুরের স্বপন হাজরার। ব্রেন ডেথের পর স্বপনের কিডনি, লিভার ও হৃদপিণ্ড সংগ্রহ করা হয়। এর মধ্যে লিভার প্রতিস্থাপন করা হচ্ছে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। হার্ট ও কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে এসএসকেএমেই। বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের দৈসাইতে দুর্ঘটনার কবলে পড়ে বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। মাথায় আঘাত লাগে স্বপন হাজরার। তাঁকে প্রথমে স্থানীয় দারুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে আসা হয় এসএসকেএমে। শনিবার রাত ১০টা নাগাদ ব্রেন ডেথ হয় তাঁর। এর পরই অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola