Coal and Cattle smuggling probe: ভারত ছাড়া আরও দুই দেশের পাসপোর্ট বিনয় মিশ্রের, খবর সিবিআই সূত্রে

Continues below advertisement
কয়লা ও গরু পাচারকাণ্ডে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর কাছে ভারত ছাড়াও আরও দুটি দেশের পাসপোর্ট রয়েছে। খবর সিবিআই সূত্রে। ওই পাসপোর্ট ব্যবহার করে বিনয় মিশ্র পালিয়ে বেড়াচ্ছেন বলে মনে করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে তদন্ত শুরুর পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বেশ কয়েকবার যাতায়াত করেছেন বিনয় মিশ্র। ওই দুটি দেশে যুব তৃণমূল নেতার বিপুল পরিমাণ বিনিয়োগের সূত্র মিলেছে। কয়লা ও গরু পাচারের টাকা ওই দুটি দেশে পাচার করা হয়েছে কিনা, তার তদন্ত চলছে। ইতিমধ্যেই এনিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা হয়েছে বলে খবর সিবিআই সূত্রে। সিবিআইয়ের দাবি, কয়লাকাণ্ডে আয়কর দফতর অভিযান শুরুর পরের দিনই ফেরার হয়ে যান বিনয় মিশ্র। ভারতীয় পাসপোর্টের নম্বর দিয়ে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram