ফি বৃদ্ধি নিয়ে নেতাজিনগরে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের, রাস্তা অবরোধ
নেতাজিনগরে অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে বিক্ষোভ। স্কুলের ফি নিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ। টিউশন ফি ছাড়া অন্য ফি মকুবের দাবি। স্কুলের সামনে বিক্ষোভে অভিভাবকদের। ‘ফি মকুব সম্ভব নয়। মাসিক ফি থেকে ২০ শতাংশ কমানো যেতে পারে। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ২০ শতাংশ কমানো যেতে পারে’, জানাল স্কুল কর্তৃপক্ষ
Tags :
Assembly Of God Church School School Fees Hike Netaji Nagar Parents Agitation ABP Live ABP Ananda LIVE Abp Ananda