'আমফানের সময় কোনও সাহায্য আসেনি, মানুষ বিপাকে পড়েছে, কেউ ভিখারী নয়', TMC থেকে বহিষ্কৃত হওয়ার বিস্ফোরক বৈশালী ডালমিয়া

বৈশালী ডালমিয়াকে (Baishali Dalmiya) বহিষ্কার করল তৃণমূল। কয়েকদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে মূলত তিনটি অভিযোগ রয়েছে। প্রথমত দলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা, প্রকাশ্যে মুখ খোলা, দ্বিতীয়ত দলের ভাবমূর্তি চূড়ান্ত ক্ষতি করা এবং তৃণমূলের বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ। গত কয়েক দিন ধরেই তিনি বেসুরো ছিলেন। বহিষ্কারের পর তিনি বলেন, "বালি, বেলুড়, লিলুয়াতে মাত্র ১১০০ কেজি চাল দেওয়া হয়েছে। ১৬ জন কাউন্সিলর আমার বিরোধিতা করছেন। তাহলে কী আমি মানুষকে বলব রুমাল পাততে বলব এক কেজি চাল নেওয়ার জন্য়? মানুষকে সম্মান দিতে হবে। মানুষ বিপাকে পড়েছে কিন্তু কেউ ভিখারী নয়। মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে খুন করার বিষয়গুলি আটকাতে যাওয়া যদি দলের বিরোধী কাজ হয় তবে কিছু বলার নেই। উইয়ের ঢিপি কিন্তু রয়েই গেল। গত পাঁচ বছরে হাওড়ায় বহু দুর্নীতি হয়েছে। আমফানের সময় কোনও সাহায্য এল না।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola