'নিজে থেকে কিন্তু করোনা চলে যাচ্ছে না, সাবধান না হলে পরিণতি ভয়ঙ্কর', মত চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের
Continues below advertisement
নমুনা পরীক্ষা বাড়ানোর ফলে চিনের তুলনায় ভারতে মৃত্যুর হার কমেছে। কিন্তু তার মানে এটা নয় যে করোনা ভাইরাসের নিজের চলে যাওয়ার সময় এসে গেছে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি সুরক্ষা বিধিই করোনা ভাইরাসের ওষুধ। সরকার মানুষের ওপর ভরসা রেখে আনলক ওয়ানে গেছে, তাই মানুষের দায়িত্ব সুরক্ষা বিধি মেনে চলা, জানালেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার।
Continues below advertisement
Tags :
করোনা আপডেট West Bengal Corona Update Deeptendra Sarkar করোনা পাশবালিশ India Coronavirus Update Abp Ananda Coronavirus