লকডাউনে শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে পথে পুলিশ কমিশনার অনুজ শর্মা
Continues below advertisement
রাস্তায় নেমে লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। মঙ্গলবার সকালে প্রথমে তিনি যান হাজরা মোড়ে, সেখান থেকে গড়িয়াহাট হয়ে পার্ক সার্কাস। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরাও। তাঁদের থেকে শহরের লকডাউনের পরিস্থিতির খবর নেন তিনি। পুলিশ কমিশনার জানান, করোনা মোকাবিলায় মানুষকে আরও সচেতন হতে হবে। কোনও জায়গায় ভিড় বা দোকান খোলা থাকলে পুলিশ ব্যবস্থা নেবে। সংক্রমণ রুখতে পুলিশ মাইকিং করছে এবং নাকা চেকিং চলছে বলে এদিন জানিয়েছেন তিনি।
Continues below advertisement
Tags :
Coronavirus Awareness Police Commissioner Anuj Sharma Police Commissioner Lockdown Situation In Bengal. Police Inspection Hajra Anuj Sharma Gariahat Park Circus Abp Ananda Covid-19