মাস্ক ছাড়াই রাস্তায়! সচেতনতা প্রচারে এবার মাইকিংয়ের সাহায্য নিল মানিকতলা থানার পুলিশ
Continues below advertisement
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে নবান্নের তরফে গতকালই নির্দেশিকা জারি করে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। কিন্তু তবুও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়েই এবার মাইকিং করার সিদ্ধান্ত নিল মানিকতলা থানার পুলিশ। উল্টোডাঙ্গার কাছে হাডকো মোড়ে আজ মাইকিং করে মাস্ক পড়ার কথা প্রচার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, যারা মাস্কবিহীন পথচারী, তাদের গন্তব্যে যেতে বাধা দেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে, কতদিন চলবে পুলিশের এই সতর্কতা প্রচার? মানুষ সচেতন না হলে পুলিশ-প্রশাসনের সমস্ত উদ্যোগ ব্যর্থ হওয়ার সম্ভাবনা।
Continues below advertisement
Tags :
Maniktala Police Micking HADCO Awareness Corona In West Bengal Ultadanga North Kolkata Bengal Fights Corona Corona In Bengal Mask Corona Abp Ananda Police West Bengal Covid-19 Coronavirus