কোভিড প্রোটোকল মেনে বাগনানে নিহত বিজেপি নেতার ময়নাতদন্ত, শেষকৃত্য করবে পুরসভা
Continues below advertisement
বাগনানে নিহত বিজেপি নেতা কিঙ্কর মাঝির দেহের ময়নাতদন্ত হবে আজ। এনআরএসে কোভিড প্রোটোকল মেনে হবে ময়নাতদন্ত। এনআরএসে আনা হলে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এনআরএসে তরফে পরিবারকে জানানো হয়, করোনা আক্রান্ত হওয়ায় শেষকৃত্যের দায়িত্ব পাবে পুরসভা। তবে নিয়মানুযায়ী পরিবারের তরফে কয়েকজন থাকতে পারবেন। সৎকারে দলের তরফে কয়েকজন থাকার আর্জি জানানো হয়েছে। তবে এখনও হাসপাতালের তরফে কোনও সবুজ সংকেত মেলেনি বলে জানিয়েছে বিজেপি।
Continues below advertisement