টালা ও মাঝেরহাট নিয়ে রেল-রাজ্য বৈঠক: টাস্ক ফোর্স তৈরির সিদ্ধান্ত, টালায় কেবল ব্রিজ তৈরির প্রস্তাব
Continues below advertisement
টালা ব্রিজ ও মাঝেরহাট নিয়ে রেল-রাজ্য বৈঠক শেষ। সময়ে কাজ শেষ করতে টাস্ক ফোর্স তৈরির সিদ্ধান্ত। টাস্ক ফোর্সে থাকবেন রেল ও রাজ্যের ইঞ্জিনিয়ররা। টালায় কেবল ব্রিজ তৈরির প্রস্তাব রেলের। এ ধরনের ব্রিজ তৈরির সময় পরিষেবা কম বিঘ্নিত হয়, যুক্তি রেলের তরফে। কেবল ব্রিজ তৈরি সম্ভব কি না, তা দেখবে টাস্ক ফোর্স। চিৎপুর রেল ইয়ার্ডের কাছে অস্থায়ী লেভেল ক্রসিং। রাজ্যের প্রস্তাবে নীতিগত সম্মতি রেলের। লেভেল ক্রসিং বানানোর খরচ দেবে রাজ্য
Continues below advertisement