Reporter Stories: ১৯-এর শেষ দিনে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়
Continues below advertisement
Reporter Stories: শেষ নয়। শেষের দিনেই নতুনকে আবাহন। আর মাত্র কয়েকঘণ্টা। তারপরেই ক্যালেন্ডারে নতুন বছর, ২০২০। নাচ-গান-হুল্লোড়, জমাটি আড্ডা আর ভুরিভোজে উৎসব উদযাপন। বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে স্বাগত নতুন বছরকে৷ প্রস্তুতি শুরু সকাল থেকেই। বর্ষবরণের উত্সবে মেতেছে পার্ক স্ট্রিট। ভিড় জমেছে আলিপুর চিড়িয়াখানায়। পিছিয়ে নেই নিকো পার্কও। সেখানেও কচিকাঁচাদের ভিড়।
Continues below advertisement