Reporter's Stories: যাদবপুরের পোদ্দারনগরে বধূ মৃত্যু, ফরেন্সিক তদন্তে পাওয়া চিহ্নের সূত্র ধরে এগোচ্ছে তদন্ত
Continues below advertisement
যাদবপুরের পোদ্দারনগরে বধূ মৃত্যুতে এখনও রহস্যের জট। তবে ফরেন্সিক তদন্তে পাওয়া কয়েকটি চিহ্নের সূত্র ধরেই এগোচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ফরেন্সিক তদন্তে ঘটনাস্থলে বেশ কিছু তথ্যপ্রমাণ মিলেছে। ছাদের পাঁচিলে মিলেছে বধূর নখের দাগ। যা দেখে তদন্তকারীদের অনুমান, পড়ে যাওয়ার সময়, বাঁচার চেষ্টা করেছিলেন সুইটি সূত্রধর। পড়ে যাওয়ার পর, ওঠার চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু ব্যর্থ হন। ছাদেও মিলেছে কিছু চিহ্ন। পুলিশ সূত্রে খবর, সমান্তরালভাবে ছাদ থেকে মাটিতে পড়েন সুইটি। চিহ্নের সূত্রগুলি একত্রিত করে তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন, ওই বধূ দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন নাকি, তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।
Continues below advertisement