'ফি কমালে বন্ধ হয়ে যাবে স্কুল', অভিভাবকদের ফি মকুবের দাবির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে জানালেন বিশপ
Continues below advertisement
দমদম থেকে লেক গার্ডেন্স, বাইপাস থেকে রানীকুঠি। ফি মকুবের পাশাপাশি ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তেজনা বাড়ছে শিক্ষাঙ্গনে। মঙ্গলবার সেই প্রতিবাদ সংক্রমিত হল দক্ষিণ ২৪ পরগনায়। এই প্রেক্ষিতে টিউশন-সহ অন্যান্য ফি মকুব করা সম্ভব নয় বলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালেন কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং।
Continues below advertisement