প্রজাতন্ত্র দিবসে শহরজুড়ে কড়া নিরাপত্তা, রেড রোড সংলগ্ন এলাকায় তৈরি ১০টি বাঙ্কার
Continues below advertisement
আগামীকাল প্রজাতন্ত্র দিবস। শহরজুড়ে কড়া নিরাপত্তা। ২৬ জানুয়ারি উপলক্ষে
কলকাতায় মোতায়েন করা হবে ৪ হাজার পুলিশ। থাকবে ১০টি ওয়াচ টাওয়ার।
রাস্তায় থাকবে ১১টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। রেড রোড সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে ১০টি বাঙ্কার। মোতায়েন থাকবে কমব্যাট ও মোর্চা ফোর্স। সমস্ত মেট্রো স্টেশনে থাকবে পুলিশের বিশেষ নজরদারি। গঙ্গার ঘাটেও বিশেষ নজরদারি থাকবে। বিভিন্ন বহুতলের ছাদ থেকেও চলবে নজরদারি। রাস্তায় থাকবেন ১০ জন ডিসি পদমর্যাদার অফিসার। থাকবেন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসাররাও। নিরাপত্তার জন্য আজ রাত ১০টা থেকে রেড রোডে যান চলাচল বন্ধ।প্রজাতন্ত্রের কুচকাওয়াজের পর খোলা হবে রেড রোড।
কলকাতায় মোতায়েন করা হবে ৪ হাজার পুলিশ। থাকবে ১০টি ওয়াচ টাওয়ার।
রাস্তায় থাকবে ১১টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। রেড রোড সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে ১০টি বাঙ্কার। মোতায়েন থাকবে কমব্যাট ও মোর্চা ফোর্স। সমস্ত মেট্রো স্টেশনে থাকবে পুলিশের বিশেষ নজরদারি। গঙ্গার ঘাটেও বিশেষ নজরদারি থাকবে। বিভিন্ন বহুতলের ছাদ থেকেও চলবে নজরদারি। রাস্তায় থাকবেন ১০ জন ডিসি পদমর্যাদার অফিসার। থাকবেন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসাররাও। নিরাপত্তার জন্য আজ রাত ১০টা থেকে রেড রোডে যান চলাচল বন্ধ।প্রজাতন্ত্রের কুচকাওয়াজের পর খোলা হবে রেড রোড।
Continues below advertisement