শারদ আনন্দ ২০২০: রীতি মেনে একডালিয়া এভারগ্রিনে হল সপ্তমীর পুজো
Continues below advertisement
একডালিয়া এভারগ্রিনের পুজোর অন্যতম উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও তাঁর নামেই হল পুজোর সঙ্কল্প। একডালিয়ায় কলাবউ প্রতিষ্ঠা হয়েছে। হয়েছে দেবীর দর্পণে মহাস্নান। চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠা। এরপর হল আরতি। প্রদীপ, চামর, ময়ুরের পেখম, জলশঙ্খ, শাড়ি দিয়ে প্রতিমার আরতি করা হয়। এরপর অঞ্জলি।
Continues below advertisement
Tags :
Ekdalia Evergreen Durgapuja 2020 Sharad Ananda 2020 Subrata Mukherjee Abp Ananda Durga Puja 2020