শারদ আনন্দ 2020: চালতাবাগানে এবার এক চালচিত্রে দুর্গা পরিবার, জায়ান্ট স্ক্রিনে সপ্তমীর পুজোর সম্প্রচার
করোনা আবহে পুজোর চেনা ছন্দ এবার অনেকটাই ম্লান। তবুও নিউ নর্মালকে সঙ্গী করেই পুজোর আনন্দে মেতে উঠেছে বাংলা। সেজে উঠেছে মণ্ডপগুলি । ৭৮ বছরে পা দিল মানিকতলার চালতাবাগান দুর্গোৎসব । এবারের মণ্ডপের কারুকার্য করা হয়েছে বাঁশ, হোগলা পাতা এবং পাটকাঠি দিয়ে। দেবী প্রতিমা সাবেকি ধাঁচে এক চালার। মহাসপ্তমীর সকালে সমস্ত আচার-বিধি মেনে চলছে পুজো।
Tags :
Chaltabagan Mahasaptami ABP Live Sharad Ananda 2020 Durgapuja 2020 Abp Ananda Durga Puja 2020