Sharbari Dutta Death : সারাদিন মায়ের দেখা নেই, তবু খোঁজ নিলেন না ছেলে? শর্বরী দত্তের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন
Continues below advertisement
গভীর রাতে ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মুখে রক্তের দাগ, গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা মনে করছেন, এটি হৃদরোগে আক্রান্ত হয়ে বা পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা হতে পারে। অথবা থাকতে পারে অন্য কোনও কারণ। সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে ছেলে-বৌমার সঙ্গে শর্বরী দত্তের সম্পর্কে চিড় ধরে। গোটা দিন কেউ কেন কোনও খোঁজ নেননি শর্বরী দত্তের, সেই প্রশ্নও উঠছে।
Continues below advertisement
Tags :
Fashion Designer Sharbari Dutta Died Sharbari Dutta Unnatural Death Sharbari Dutta Abp Ananda