ফটাফট : রবীন্দ্র সরোবরে ছট পুজো নয়, জানাল পরিবেশ আদালত, মহালয়ায় লাগল রাজনীতির রং

Continues below advertisement
১। ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যু। বাড়ির মধ্যেই শৌচাগারে মৃতদেহ উদ্ধার। কীভাবে মৃত্যু, এখনও ধোঁয়াশা। তদন্তে পুলিশ।

২। মহালয়ায় তর্পণ ঘিরেও রাজনীতি। বাঁকুড়া, শিলিগুড়ি, জলপাইগুড়িতে মৃত কর্মীদের স্মরণে তর্পণ বিজেপির। ভোটের জন্য নাটক, খোঁচা দিয়েও বাঁকুড়ায় একই পথে তৃণমূল।

৩। রবীন্দ্র সরোবরে ছট পুজো নয়। গ্রিন ট্রাইবুনালে জোর ধাক্কা কেএমডিএ-র। আর্জি খারিজ। পরিবেশ রক্ষায় বিধিনিষেধ বহালের নির্দেশ। চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেএমডিএ।

৪। রাজ্যে একদিনে সামান্য কমল সংক্রমণ-মৃত্যু। একদিনে আক্রান্ত ৩ হাজার ১৯৭, মৃত ৬০। মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা, একদিনেই ২২। সংক্রমণে উঃ ২৪ পরগনা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram