Shootout at Chitpur: পারিবারিক বিবাদের জেরে গুলি করে খুন আত্মীয়কে!
Continues below advertisement
অসুস্থতা সত্ত্বেও বাপের বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না বধূকে। এই অভিযোগে শ্বশুরবাড়ি, বাপের বাড়ির মধ্যে বিবাদের জেরে বচসা। বচসার মধ্যেই বধূর দাদার হুমকি, 'বোনকে আটকে রেখেছিস, বের করে দে'। বধূর এক আত্মীয় বলেন, 'ও যাবে না।" এরপরেই গুলির শব্দে কেঁপে উঠল এলাকা। বাধা দেওয়া ব্যক্তিকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালানো হয়। বুকে গুলি লেগে মৃত্যু হয় ওই ব্যক্তির। শুক্রবার সন্ধেতে এই ঘটনা ঘটেছে চিতপুর লকগেট এলাকায়।
Continues below advertisement
Tags :
Lock Gate Area Family Dispute Chitpur Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda Kolkata Murder