Morning Headlines: নেতাজি জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে Narendra Modi-Mamata Banerjee, মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগে দেওয়া হল জয় শ্রীরাম স্লোগান
Continues below advertisement
প্রধানমন্ত্রীর সামনে ভিক্টোরিয়ায় (Victoria Memorial) ছন্দপতন। মমতাকে (Mamata Banerjee) বলতে উঠতেই জয় শ্রীরাম স্লোগান। বক্তব্যই রাখলেন না ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। প্রথমে মঞ্চের সামনে থেকে, পরে ভিক্টোরিয়া থেকে বেরনোর সময়েও মমতাকে জয় শ্রীরাম স্লোগান। মমতাকে জয় শ্রীরাম স্লোগান, এটাই বিজেপির (BJP) সংস্কৃতি, কটাক্ষ তৃণমূলের (TMC)। ভিন্নসুর বিজেপির অন্দরে। রাজনীতি দেখছে কৈলাস। দুর্ভাগ্যজনক বলে মত শমীকের (Shamik Bhattacharya)। ভিক্টোরিয়ার আগে নেতাজি ভবনে (Netaji Bhawan) মোদি বেরোতেই জয় শ্রীরাম স্লোগান। আজকের দিনে জয় হিন্দ বলা উচিত ছিল, মন্তব্য সুগতর (Sugata Bose)। সংঘাতের আবহে ভিক্টোরিয়ায় একসঙ্গে মোদি-মমতা। প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরালেন মুখ্যমন্ত্রী। একসঙ্গে ঘুরে দেখলেন নেতাজি গ্যালারি, দেখলেন সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে মুখ্যমন্ত্রীর পর দুপুরে নেতাজি ভবনে প্রধানমন্ত্রী। ঘুরে দেখেলন মিউজিয়াম। সুগতর আপত্তিতে বাইরেই অপেক্ষা করলেন কৈলাস, স্বপন দাশগুপ্তরা। ডিভাইড অ্যান্ড রুলের বিপক্ষে ছিলেন নেতাজি। সবাইকে নিয়ে যিনি চলেন তিনিই নেতা, নাম না করে মোদিকে নিশানা মমতার। মমতা কী করছেন? পাল্টা কৈলাস। সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি মোদির। নেতাজির দেখানো পথেই ভারত এগোচ্ছে বলে মন্তব্য। এবার চার জায়গায় সংসদের অধিবেশন করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী। অবাস্তব দাবি, কটাক্ষ বিজেপির। রাজারহাটে আজাদ হিন্দ ফৌজের নামে তৈরি হবে স্মৃতিসৌধ, পদযাত্রার পড়ে রেড রোডে (Red Road) ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি জয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে ফের সওয়াল। ভালো কাজ করছ, চা চক্রে উপস্থিত শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বললেন প্রধানমন্ত্রী। শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, শোভনদা ভালো কাজ করছেন। বৈশালীকে বহিষ্কারের পরই তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র লিলুয়া। কৃষকদের টানা আন্দোলনের মুখে ফের সুর নরম কেন্দ্রের। প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিল্লিতে ট্রাক্টর র্যালির অনুমোদন মেলার দাবি আন্দোলনকারীদের। প্রতিক্রিয়া মেলেনি পুলিশের।
Continues below advertisement
Tags :
Netaji Bhawan Netaji's Birth Anniversary Morning Headlines Victoria Memorial Narendra Modi WB Polls 2021 With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Polls West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election Bengal Elections Bengal Election 2021 Mamata Banerjee