'প্রথমে কাকা বলতাম, পরে নাম ধরে ডাকলেও শ্রদ্ধা অটুট ছিল', প্রথম নায়ক সৌমিত্রর প্রয়াণে অপর্ণা সেন
Continues below advertisement
৪০ দিন লড়াই শেষ। আজ বেলা ১২টা ১৫-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শোকপ্রকাশ করে স্মৃতিচারণা অপর্ণা সেনের। বলেন, 'উনি আমার প্রথম ছবির প্রথম নায়ক। প্রথমে সৌমিত্র চট্টোপাধ্যায়কে কাকা বলে ডাকতাম। পরে নাম ধরে ডাকলেও সেই শ্রদ্ধাটা ছিল। জুটি হিসেবে আমরা কখনও সফল ছিলাম কি না জানি না। তবে উনি একবার ঠাট্টা করে বলেছিলেন, তুই পরিচালক হলি আমাদের জুটিটা ভেঙে গেল।'
Continues below advertisement