ফেলুদার ঘরেই খোঁজ মিলল গুপ্তধনের, জেনে নিন কী সেই সম্পদ
এক অচেনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের খোঁজ মিলল তাঁর গল্ফগ্রিনের বাড়িতে। স্টাডি রুমের টেবিলে মিলল অমূল্য সম্পদ। লকডাউন পর্বে হাসপাতালে যাওয়ার আগে পর্যন্ত সৌমিত্রবাবুর লেখা ও ছবির একটি আস্ত ডায়েরির হদিশ মিলেছে। সৌমিত্র কন্যা জানান, লকডাউনের মধ্যে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বাবা। সেই সময়ই এই লেখার সৃষ্টি।
Tags :
Soumitra ChaSoumitra Chatterjee Death Poulami Bose Soumitra Chatterjee Death News ABP Ananda LIVE Abp Ananda