করোনা আক্রান্ত সৌমিত্রদার গলা শুনে মনে হয়েছিল তিনি মানসিকভাবে কতটা শক্তিশালী: মুখ্যমন্ত্রী
Continues below advertisement
সৌমিত্র চট্টোপাধ্যায় যে শুধু অভিনেতা ছিলেন তা নয়, তিনি বাংলা চলচিত্রের এক বরণীয় ও স্মরণীয় ব্যক্তিত্ব। যখন তিনি করোনাতে আক্রান্ত হয়েছিলেন তখন তাঁর গলা শুনে মনে হয়েছিল তিনি মানসিকভাবে শক্তিশালী। পাশাপাশি বাবার সঙ্গে প্রতি মুহূর্তে থাকার জন্য কন্যা পৌলমী বসুর প্রশংসা করেন। এক ইতিহাসকে হারালাম। যে জায়গায় পৌঁছেছিলেন তাতে অনেক সময়, অনেক অধ্যাবসায় লাগে, জানালেন মুখ্যমন্ত্রী।
Continues below advertisement
Tags :
Paulami Basu Tollywood Actor Soumitra Chatterjee Death News Soumitra Chatterjee Death ABP Ananda LIVE Chief Minister Abp Ananda Mamata Banerjee