আর তো সৌমিত্রকাকুর সঙ্গে আড্ডা হবে না, খুব খালি খালি লাগছে, স্মৃতিচারণায় সিদ্ধার্থ চট্টোপাধ্যায়
সৌমিত্র চট্টোপাধ্যায় পর্দায় যখন ফেলুদা ছিলেন, তখন তোপসের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে। আজ সৌমিত্রবাবুর প্রয়াণের পর সিদ্ধার্থ বলেন, ‘আমার জীবনে সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদা ছাড়াও সৌমিত্রকাকু ছিলেন। অভিভাবক, দাদা, বন্ধুসুলভ কাজ করেছেন, অসম্ভব ভাল ভাল আড্ডা মারতে শিখিয়েছেন। ২ মাস আগে পর্যন্ত আমাদের মধ্যে সারাক্ষণ সম্পর্ক ছিল। তাই আজ খুব খালি খালি লাগছে। আর তো ক্লাবে গিয়ে আড্ডা মারা হবে না, আর তো গল্ফগ্রিনের বাড়িতে গিয়ে ওইভাবে সৌমিত্রকাকুর সঙ্গে আড্ডা মারা হবে না। এটা মিস করব।’
Tags :
Siddhartha Chatterjee Soumita Chatterjee Death Soumitra Chatterjee ABP Ananda LIVE Abp Ananda