প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় : গলফগ্রিনের বাড়ি টেকনিশিয়ান হয়ে রবীন্দ্রসদনে শেষ শ্রদ্ধায় শায়িত থাকবে দেহ, কেওড়াতলায় শেষকৃত্য
Continues below advertisement
এক মাসের বেশি সময় ধরে চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই। করোনা আক্রান্ত হয়ে ৬ অক্টোবর ভর্তি হন হাসপাতালে। আজ শেষ হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের লড়াই। সৌমিত্র-কন্যা পৌলমী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দুপুর দুটোর সময় মরদেহ বেলভিউ হাসপাতাল থেকে গলফগ্রিনের বাড়ি নিয়ে যাওয়া হবে। তারপর সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিও। সেখানে সৌমিত্রর দীর্ঘদিনের সহকর্মী, টেকনিশিয়ানরা তাঁকে শ্রদ্ধার্ঘ জানানোর সুযোগ পাবেন। দুপুর ৩.৩০-এর মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ নিয়ে আসা হবে রবীন্দ্র সদনে। সেখানে সসম্মানে দেহ রাখবে রাজ্য সরকার সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত। মুখ্যমন্ত্রী জানান, সাড়ে পাঁচটা নাগাদ সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ নিয়ে রওনা দেওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। সেখানে হবে তাঁর শেষকৃত্য। তাঁর বাবাকে সম্মান জানানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সৌমিত্র-কন্যা পৌলমী।
Continues below advertisement
Tags :
Paulami Basu Tollywood Actor Soumitra Chatterjee Death News Soumitra Chatterjee Death ABP Ananda LIVE Abp Ananda Mamata Banerjee